কুষ্টিয়ায় ভ্রাম্যমাণে আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া লিপি খাতুন (৩৭) নামে এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের চর আমলা পাড়ায় এ অভিযান চালানো হয়।
কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক মহিলা কাউন্সিলর কানুনের বাড়ির সামনে ট্যাপেন্টাডল বিক্রি করা অবস্থায় লিপিকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১০৮ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

পরে সেখানেই জব্দ করা ট্যাপেন্টাডল ধ্বংস করা হয় জানিয়ে রিফাতুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।