ময়নাতদন্তের জন্য নিহতের লাশ তুলতে দেয়নি পরিবার
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুরুজ আলী ওরফে বাবুর (৩২) ও আশরাফুল ইসলামের (৩৬) লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে না পেরে ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে তাদের লাশ উত্তোলন করতে গেলে দুই পরিবারই আপত্তি জানায়। পরে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা।
এর আগে গত ৫ আগস্ট বিকেলে কুষ্টিয়া শহরের মডেল থানার সামনে সুরুজ ও আশরাফুল নিহতের ঘটনায় মামলার পর লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইকবাল হাসান বলেন, লাশ উঠাতে গিয়ে নিহতের পরিবার ও গ্রামবাসীর আপত্তির মুখে পড়তে হয়। প্রায় এক ঘণ্টা বোঝানোর পরও তাঁরা কেউ লাশ উঠাতে রাজি হননি। একপর্যায়ে সেখান থেকে চলে আসা হয়। লাশের ময়নাতদন্ত করা না গেলে হত্যা মামলার ভবিষ্যৎ কী হবে, বলা যাচ্ছে না।
মামলার এজাহারে বলা হয়, আন্দোলনকারী সুরুজকে এলোপাতাড়িভাবে মারপিট ও কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আশরাফুলকে শরীরের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, লাশ উত্তোলনের ব্যাপারে কিছু বিষয় লক্ষ্য করে ম্যাচ সেন্টিমেন্টকে আমলে নিই। ওই মুহূর্তে কোনো ত্বরিত সিদ্ধান্ত না নিয়ে জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। পরে চলে আসি।’