কুষ্টিয়ায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
নার্সিং মেডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক ও মহাপরিচালকের অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি কর্মসূচী পালন করেছে কুষ্টিয়া নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে কর্মসূচীতে তারা নার্সিং মেডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, মহাপরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে ক্যাডারদের অপসারণ এবং একইসঙ্গে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের পদায়নের দাবি জানান। অন্যথায় অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ কঠোর কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন তারা।