কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের প্রাণহানি
নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে বুধবার বিকেলে বজ্রপাতে চারজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হোসেনাবাদের গৌড় পাড়ায় তিনজন ও ফারাকপুর বটতলায় একজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, ১. নিজাম (৪৮), তরিকুল ইসলাম ও আওলাদ হোসেন (৬০)। তারা হোসেনাবাদ গৌড় পাড়ার বাসিন্দা। এছাড়া ফারাকপুর বটতলায় জহুরা খাতুন (৪০) নামে এক নারী মারা গেছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে মারা যাওয়া চারজনকে বিকেল চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু কুষ্টিয়া ফার্স্টকে বলেন, গৌড় পাড়ার ফসলের মাঠে কিছু শ্রমিক তামাকের চারা দেওয়ার কাজ করছিলেন। বিকেল তিনটার দিকে বৃষ্টি শুরু হলে তারা টিনের ছাউনির নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়া বটতলায় আরেক নারী মারা গেছেন বলে শুনেছি।